

সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনে প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনে প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
আল হেলাল সুনামগঞ্জ প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও জেলা সদরে একযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইমাম মুয়াজ্জিন পরিষদ, জেলার তৌহিদী জনতা,আইনজীবী, মানবাধিকার কর্মী, গণাধ্যমকর্মী,স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, নানান শ্রেণিপেশার মানুষ কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছেন। এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের ন্যায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় (আলফাত উদ্দিন স্কয়ার) ট্রাফিক পয়েন্টে জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন তাঁরা। এমনকি শিশু-কিশোরদেরও জড়ো হতে দেখা গেছে ইসরাইল বিরোধী এ কর্মসূচিতে। শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক ও মাওলানা আবু তালহার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুল বছির, তেঘরিয়া আয়শা সিদ্দিীকা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ,খেলাফত মজলিসের সভঅপতি মাওলানা শাখাওয়াত হোসেন মোহন, ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ,মাওলানা বেলাল আহমেদ বেলালি, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা রুকন উদ্দিন,হেফাজতে ইসলামের মাওলানা কামরজ্জান হাসিম,মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা মোব্বাশির আহমেদ. মানবাধিকার সংগঠন অধিকার’র
আহবায়ক মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল,এনটিভি জেলা প্রতিনিধি গিয়াস চৌধুরী, ছাত্র সম্বন্বয়ক হুমায়ুন আহমেদ, ইমাম মাওলানা ইলিয়াস আহমেদ,মাওলানা মজিবুর রহমান প্রমুখ। এ সময় তাদের অনেকে ইসরাইল বিরোধী স্লোগান দেন। অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে দেখা গেছে। ফিলিস্তিনের সমর্থনে তৌহিদি জনতা সালাউদ্দিন আইয়ুবী কোথায় তোমার ভীষণ প্রয়োজন তুমি ফিরে এস ফিলিস্তিন মুক্ত কর, ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি,প্যালাস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন। এসময় ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ইসরায়েলর পণ্য বর্জনের ঘোষনা দেয়া হয়। এছাড়াও তাদের হাতে ‘ফিলিস্তিন ফিলিস্তিন সেনাবাহিনী সাড়া দিন’, ‘আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো’, ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’, ‘যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব’ প্রভৃতি লেখা সংবলিত
প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের পুর্বে ট্রাফিক পয়েন্ট অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন,বিশ্বমানবতা নিরব কেন, জাতিসংঘ আজ কোথায়,অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ করতে হবে। না হয় বিশ্বের মুসলিম এক হয়ে ইসরাইলকে ধংস করে দেয়া হবে। বক্তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলেন, ১৬ কোটি মানুষ আপনার সাথে আছে। ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আপনি জাতিসংঘকে জানিয়ে দিন এ হত্যাযজ্ঞ বন্ধ করতে না হয় জাতিসংঘ বয়কট করা হবে । বিশ্বের রাষ্ট্রপ্রধানের নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা করুন। সেনাবাহিনীকে প্রস্তুত রাখুন ফিলিস্তিনি ভাইবোনদের সাহায্য করতে। শুধু প্রতিবাদ জানালে হবেনা আমাদেরও প্রস্তুত থাকতে হবে। আমারও যুদ্ধে যাব ইনশাআল্লাহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াব,ফিলিস্তিনের স্বাধীন ভুখন্ড ফিরিয়ে আনব। দল মত,ধর্ম বর্ন নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বর্বর ইসরাইলি আগ্রাসন বন্ধ করে, ইসরাইলের নাম ও নিশান গুড়িয়ে দেব, ইসরাইল নামে কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকবেনা। ফিলিস্তিন দখল মুক্ত হবে ইনশাআল্লাহ।
#
বিষয়: #আগ্রাসন #ইসরাইলি #গণহত্যা #নির্বিচার #প্রতিবাদ #ফিলিস্তিন #বিক্ষোভ #সুনামগঞ্জ
