

সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার নির্দেশে সমগ্র দেশব্যাপী ইসরাইলে গণহত্যার প্রতিবাদে হরতাল পালন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য সমূহ বিস্তারিত তুলে ধরা হলো-
ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার নির্দেশে সমগ্র দেশব্যাপী ইসরাইলে গণহত্যার প্রতিবাদে হরতাল পালন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য সমূহ বিস্তারিত তুলে ধরা হলো-
কুমিল্লা প্রতিনিধি :
সোমবার (৭ই এপ্রিল) বাদ আছর কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী ছাতিপট্টি মসজিদের সামনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছারছীনার পীর ছাহেব হুজুরের নির্দেশক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, মাওলানা মোঃ আবু বকর সহ সংগঠনের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ।
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
সোমবার (৭ই এপ্রিল) সকাল ১০ টায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর পাথরঘাটা গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে তরিকুল ইসলাম কাজী রাকিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ ত্বোহা, পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার এসমে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা থানা আমীর মাওলানা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি এম এস সোহাগ বাদশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মাওলানা বজলুর রহমান।
প্রতিবাদ সমাবেশে বক্তা’রা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডঃ মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে ইসরাইলের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে।
এছাড়া সমাবেশ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাথরঘাটার সভাপতি কাজী মোহাম্মদ ত্বোহা পাথরঘাটা সহ দেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান।
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
ছারছীনার পীর ছাহেব হুজুরের নির্দেশক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৭ই এপ্রিল) সকাল ১০ টায় নাঙ্গলকোট বটতলা চত্বরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী
রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আবু বকর সিদ্দিক, ঢালুয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের, জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের কেন্দ্রীয় সহ-পরিচালক মাওলানা ইমাম হুসাইন, নাঙ্গলকোট উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, নাঙ্গলকোট উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, নাঙ্গলকোট আদর্শ ক্লাবের সভাপতি বাসির আহাম্মদ সহ সর্বস্তরের আপামর তৌহিদি জনতা।
বিষয়: #পালন #প্রতিবাদ #বিক্ষোভ #হরতাল
