

বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রংপুর » খানসামায় খেলোয়াড়দের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন ইউএনও
খানসামায় খেলোয়াড়দের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন ইউএনও
বজ্রকণ্ঠ সংবাদ :::
দিনাজপুরের খানসামা উপজেলায় শিক্ষার্থী ও খেলাপ্রেমী যুবকদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে মাঠে গিয়ে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে খেলোয়াড়দের হাতে তিনি এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন। এতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, স্ট্যাম্প, ব্যাটসহ বিভিন্ন সামগ্রী ছিল।
ক্রীড়াসামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও যুবকরা বলেন, আমাদের এলাকায় এমন উদ্যোগ আগে দেখা যায়নি। মাঠে ইউএনও স্যারের উপস্থিতি ও হাতে উপহার পাওয়া আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ইউএনও মো. কামরুজ্জামান সরকার জানান, তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীরা যাতে মাঠমুখী হয়, সে উদ্দেশ্যে আমরা মাঠে গিয়ে ক্রীড়াসামগ্রী দিচ্ছি। এ কার্যক্রম উপজেলার প্রতিটি মাঠে পর্যায়ক্রমে চলমান থাকবে।
বিষয়: #ইউএনও #উপহার #ক্রীড়াসামগ্রী #খানসামা #খেলোয়াড় #দিলেন
