

বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » সরিষাবাড়ীতে - ভিক্ষা চাওয়ায় ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক
সরিষাবাড়ীতে - ভিক্ষা চাওয়ায় ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক
বজ্রকণ্ঠ সংবাদ :::
জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ায় আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানে আঘাত করে ‘কান ছিঁড়ে’ ফেলার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক যুবকের বিরুদ্ধে।
৮ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিযনের মোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ভিক্ষুক উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সংবাদ পেয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। আটক সোহেল মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিক্ষুক আব্দুর ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে মঙ্গলবার সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমান এর বাড়িতে আসেন। এসময় ভিক্ষুক সোহেল এর কাছে ভিক্ষা চাইলে সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের উপড় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে তার বাম কানের এক অংশ ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিক্ষুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ির মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এসময়ই তিনি কানে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ সোহেলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #অভিযোগ #আটক #কান #চাওয়ায় #ছিঁড়ে #ফেলা #ভিক্ষা #ভিক্ষুক #যুবক #সরিষাবাড়ী
