

শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » বাংলার বর্ষবরণ উৎসব
বাংলার বর্ষবরণ উৎসব
বিপুল চন্দ্র রায়
পুরাতন বর্ষ জীর্ণ ক্লান্ত রাত্রি,
অন্তিম প্রহর হল ঘোষিত।
চৈত্র অবসানে বর্ষ হলো শেষ,
এলোরে এলোরে পহেলা বৈশাখ।
পাখির কণ্ঠে প্রভাতের বন্দনা,
পূর্ব দিগন্তে উদিত নতুন দিনের সূর্য।
সকাল সাজে বর্ণে গন্ধে ছন্দে আনন্দে
রমনার বটমূলে বৈশাখী আয়োজন।
দিকে দিকে বাজে শঙ্খধ্বনি,
মঙ্গল শোভাযাত্রা জয়ধ্বনি।
এলোরে এলোরে পহেলা বৈশাখ,
আজ যে বাংলার বর্ষবরণ দিন।
বিষয়: #উৎসব #বর্ষবরণ #বাংলার
