

শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে বিদেশি মদ সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একটি মোটরসাইকেল জব্দ
ছাতকে বিদেশি মদ সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একটি মোটরসাইকেল জব্দ
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতকে ভারতীয় এসি ব্ল্যাক ৩৪ বোতল মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুত্রুবার দুপুরের গ্রেপ্তারকৃত দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার রাতে ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মদ সহ দুই মাদক কারবারিকে আটক ও তাদের ব্যবহৃত একটি টিভিএস মেট্রোপ্লাস,নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ চেক পোস্ট বসিয়ে মাদক কারবারি মোহাম্মদ আলী (২৫) ও রহমত আলী (২৪) কে ৩৪ বোতল মদ সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলে দোয়ারাবাজার উপজেলার নরসিং পুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল করিমের পুত্র মোহাম্মদ আলীও ছাতকের নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মঙ্গল মিয়ার পুত্র রহমত আলী। পুলিশ জানিয়েছে,৩৪ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদের মুল্য ৩৪ হাজার টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মুল্য অনুমান১ লক্ষ ২৫ হাজার টাকা হবে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এস আই মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মামলা করেন। এব্যাপােরে ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ, এ ঘটনার সত্যতা নিশিচত করে বলেন মদ সহ দুই আসামিকে শুত্রুবার দুপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়: #একটি #কারবারি #গ্রেপ্তার #ছাতকে #জব্দ #দুই #বিদেশি #মদ #মাদক #মোটরসাইকেল #সহ
