

শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » হৃদয় ক্যানভাসে প্রিয়া
হৃদয় ক্যানভাসে প্রিয়া
বিপুল চন্দ্র রায়
আমি চেয়েছিলাম তোমায় ভালোবাসতে,
আমি চেয়েছিলাম আমৃত্যু পাশে থাকতে।
তোমার ঘৃণা অবহেলা তিরস্কার অপমান
আমার সব উত্তর নীরবতাতেই ছিল।
তুমি দেখছো আমার শুধু অনুরাগ অভিমান
কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝনি।
তোমার আমার বিচ্ছেদ হওয়ার পরপরই
আমার মাঝে তোমার শুন্যতা বুঝেছি।
তোমার জন্য হৃদয় ও পোড়ে, মন ও মানেনা।
প্রিয়া তোমার জন্য একটা কবিতা লিখেছি,
স্মৃতির বৃত্তে পুরোনো ছবি হৃদয়ে ভাসে,
তোমার উদার কৃষ্ণ কেশর,
তোমার সুউচ্চ গ্রীবা,যেন নীলপদ্ম।
বিষয়: #ক্যানভাসে #প্রিয়া #হৃদয়
