

শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে সজনে গাছ থেকে পড়ে একজন নিহত
রাণীনগরে সজনে গাছ থেকে পড়ে একজন নিহত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে সজনে গাছ থেকে পড়ে আনোয়ার হেসেন (৬০)নামে একজন নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেন উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা ডাঙ্গাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহত আনোয়ার হোসেনের শ্যালক আজাদ হোসেন জানান,শনিবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ির সজনে গাছ থেকে সজনে পাড়ার সময় গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তার স্বজনরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, এমন খবর আমি জানতে পেরেছি সজনে গাছ থেকে পড়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
বিষয়: #একজন #গাছ #থেকে #নিহত #পড়ে #রাণীনগরে #সজনে
