

শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » শেষ হলো কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
শেষ হলো কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
বজ্রকণ্ঠ ডেস্ক::
শেষ হলো দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (১২ এপ্রিল) দেশের মোট ৯টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নিয়মমাফিক পরীক্ষা দিয়ে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অপেক্ষা করছেন শত শত অভিভাবক।
এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯৪ হাজার ৩৬টি। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ২৫ জন।
দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।
বিষয়: #কৃষি #গুচ্ছের #পরীক্ষা #ভর্তি #শেষ #হলো
