

শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্য » ‘মার্চ ফর গাজা’য় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেবে এনডিএফ
‘মার্চ ফর গাজা’য় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেবে এনডিএফ
বজ্রকণ্ঠ ডেস্ক::
ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম গঠিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান করবে এই মেডিকেল ইউনিট। পুরো কার্যক্রমে অংশ নিচ্ছে ডাক্তারদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১১ এপ্রিল) চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে দায়িত্ব পালন করবেন ১৫-২০ জনের একটি দল, যার মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। দিনব্যাপী এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসা ছাড়াও সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি সেবা বুথে আসা অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। এমনকি চিকিৎসাসেবা বুথের পাশে প্রস্তুত থাকবে ৬টি অ্যাম্বুলেন্সও, যেন যে কোনো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালে রোগী স্থানান্তর করা যায়।
দিনব্যাপী এসব কর্মসূচি প্রসঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে যারা রাজপথে অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয়—সেই লক্ষ্যে আমরাও উদ্যোগ নিচ্ছি।
তিনি আরও বলেন, চিকিৎসকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ একটি মানবিক দায়িত্বের অংশ, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই মুখ্য।
বিষয়: #এনডিএফ #চিকিৎসাসেবা #দেবে #বিনামূল্যে #বিশেষজ্ঞ #‘মার্চ ফর গাজা’য়
