

রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় : রিজভী
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় : রিজভী
বজ্রকণ্ঠ সংবাদ :::
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখোঅবয়ব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পরে যে মুক্ত বাতাস তৈরি হয়েছে। মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করুন।
বিষয়: #কোনো #চিরস্থায়ী #নয় #বন্দোবস্ত #রিজভী #সংস্কার
