

সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
লক্ষ্মীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
বজ্রকণ্ঠ প্রতিবেদক:::
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ জেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা থেকে ফিলিস্তিনের গাজায় নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা জানানো হয়।
বিষয়: #বিএনপি #বৈশাখী #লক্ষ্মীপুর #শোভাযাত্রা
