

বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নেটফ্লিক্সে আপনি কী দেখবেন তা বেছে দেবে এআই
নেটফ্লিক্সে আপনি কী দেখবেন তা বেছে দেবে এআই
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
ওটিটিতে সিনেমা, বিভিন্ন সিরিজ বা নাটক দেখতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। বর্তমানে টিভি চ্যানেলগুলোর চেয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশি ঝুঁকছে মানুষ। ওটিটির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স। এবার নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে এআই সুবিধা।
নেটফ্লিক্স দেখতে বসে সংশয়ে ভোগেন কী দেখবেন তা নিয়ে? টিভি শো হোক বা সিনেমা, কী দেখবেন বুঝে পাচ্ছেন না? আসলে আপনার মুড অনুযায়ী সঠিক শো বা সিনেমা বাছাটা একটা কঠিন কাজ। কিন্তু এবার সেই কাজ আপনার হয়ে করে দেবে এআই!
এই মুহূর্তে তা নিয়েই চলছে পরীক্ষা-নিরীক্ষা। সব কিছু ঠিক থাকলে শিগগিরি ব্যবহারকারীরা পাবেন এই সুযোগ। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কিছু ব্যবহারকারীকে এই সুবিধা দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে।
এই কাজে আপনাকে সাহায্য করবে চ্যাটজিপিটি। এর আগে ২০২১ সালে নেটফ্লিক্স ‘প্লে সামথিং বাটন’ চালু করেছিল। সেই বাটন ব্যবহারকারীর ‘ভিউয়িং হিস্ট্রি’ খতিয়ে দেখে ‘সাজেস্ট’ করত পছন্দের শো বা সিনেমা। এবার সেই কাজ করা হবে এআই-নির্ভর সার্চ প্রযুক্তি।
বর্তমানে যে সার্চ সিস্টেম রয়েছে সেখানে টাইটেল অথবা অভিনেতা/অভিনেত্রীর নাম দিয়ে সার্চ করা যায়। কিন্তু এবার এআইকে আরও যথাযথভাবে কমান্ড দিলে আরও নিখুঁত বাছাইয়ের সুযোগ থাকছে। যেমন ‘আমাকে দ্য অফিস-এর মতো ডার্ক কমেডি সিরিজ দেখাও।’ কিংবা ‘প্যারিসের পটভূমিতে নির্মিত রোম্যান্টিক ছবি খুঁজে দাও।’ অথবা ‘এমন একটা থ্রিলার সাজেস্ট করো যা শেষ হওয়ার আগে পুরোটা বোঝা যাবে না।’
নেটফ্লিক্স জানিয়েছে, এবার এই বাছাই হবে আরও নিখুঁত ও মজার। তবে আপাতত আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রেই অপশনটি আনার কথা ভাবা হচ্ছে। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার পর আমেরিকাতেও তা চালু করা হবে। পরে অন্য দেশেও শুরু করা হবে।
সূত্র: দ্য ভার্জ
বিষয়: #আপনি #এআই #কী? #তা #দেখবেন #দেবে #নেটফ্লিক্সে #বেছে
