

রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক সাত আসামি গ্রেফতার।
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক সাত আসামি গ্রেফতার।
ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকেঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১ ও অন্যান্য মামলায় গ্রেফতারি পরোয়ানভুক্ত পলাতক ৬ জন সহ মোট ৭ আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ। ১৯ (এপ্রিল)শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,১৯(এপ্রিল)শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাতভর জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন, সাব-ইন্সপেক্টার লুৎফুর রহমান,সাব-ইন্সপেক্টার হামিদুর রহমান,সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার,এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার,এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই জাহাঙ্গীর আলম মজুমদারের সহযোগীতায় পুলিশদল উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার পুত্র জিআর-৩১/২৩ (জগঃ)মামলার ১ বছরের সাজা ও অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি সৈয়দ ছাহিদ ওরফে সাইদ আহমদ (২৪),উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের মৃতঃআব্দুস শহীদের পুত্র নন-জিআর ৫৪/২৫ (জগঃ)মোকদ্দমার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান(৪৫),সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের ইছাক আলীর পুত্র নন-জিআর-৫৩/২৪ (জগঃ)-এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী সেবুল মিয়া,রতন মিয়া,জীবন মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া-নোয়াগাঁও গ্রামের আব্দুল বাতিনের পুত্র নন-জিআর-৫৭/২৪ (জগঃ)-এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল হক টুনু (৫০) ও নলুয়া নোয়াগাঁও গ্রামের এবারক উল্যার পুত্র সিআর ২৭১/২৪ (জগঃ) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মধু মিয়া (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
বিষয়: #আসামি #ও পরোয়ানাভুক্ত #গ্রেফতার #জগন্নাথপুরে #পলাতক #সাজাপ্রাপ্ত #সাত
