

রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ঢাকা » শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে ২৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে ২৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
মনির হোসেন:
শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে প্রায় ২৩ কোটি টাকা মূ্ল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল শনিবার দুপুর ১ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর এর একটি আভিযানিক দল শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাংলাবাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকার দুইটি দোকানের গোডাউন তল্লাশি করে আনুমানিক ৬৫ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৪২০ টি চায়না চাই জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৩ কোটি টাকা।
জব্দকৃত কারেন্ট জাল ও চায়না চাই জাল নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযানে #কোস্টগার্ডের #জব্দ #জাল #টাকার #শরীয়তপুরে #২৩ কোটি
