

সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেফতার।
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেফতার।
ওয়াহিদুর রহমান :::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামালায় আওয়ামীলীগ নেতা সাজ্জাদ (৪৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতকে ২১(এপ্রিল)সোমবার সুনামগঞ্জ বিজ্ঞা-আদালতের মাধ্যম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মারফতে জানাগেছে,২০(এপ্রিল)রোববার রাতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া’র দিক-নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টার সাকিব হোসেন,এএসআই আলী আকবররের সহযোগীতায় পুলিশদল উপজেলার মিরপুর ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে রতিয়ার পাড়া গ্রামের মৃতঃমাসিম খানের পুত্র মিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ সদস্য, বর্তমান ৩নং- মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান(৪৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা-পুলিশ।
জগন্নাথপুর থানার মামলা নং-১৭ তাং-২৯/১০/২০২৪ইং
ধারা- The special power act,1974 section 15(3)/25 D,, মামলায় গ্রেফতার করে সোমবার আসামিকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
বিষয়: #গ্রেফতার #জগন্নাথপুর #নেতা #যুবলীগ #সুনামগঞ্জ
