

বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » জীবন্ত ছবির কথা
জীবন্ত ছবির কথা
বিপুল চন্দ্র রায়
চাল-ডাল-চিনির
দাম শুধু বাড়ছে।
পেটে লাথি মারছে
গরীবেরা মরছে।
ত্রাণের কী জরিপ?
ভাতে মরছে গরীব!
গরীবেরা কাঁদছে,
বার বার হারছে।
মান গেল তাতে কী?
ছবি দেখাবে টিভিত।
মানবতা নামে শুধুই
ছবি তুলা বাড়ছে।
বিষয়: #কথা #ছবির #জীবন্ত
