

বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ১৬ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ১৬ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক
বজ্রকণ্ঠ :::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ১৬ পিস ইয়াবা সহ লোকমান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ টেকেরঘাট বিওপির বড়ছড়া এলাকা থেকে আটক করা হয়।
আটক ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, আটক লোকমান অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ফিরে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। এময় লোকমান বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার ১১৯৯/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ছড়া এলাকা তাকে আএক করে। পরে তার দেহতল্লাশী করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করে।আটককৃত ইয়াবার সিজার মূল্য ৪,৮০০ টাকা। আটককৃত আসামীকে ইয়াবাসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এ সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্ত এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে। কোনো অনিয়ম কারী ও অনিয়মকে ছাড় দেয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।
বিষয়: #আটক #ইয়াবা #উপজেলা #এক #তাহিরপুর #পিস #ব্যক্তি #সহ #সীমান্ত #সুনামগঞ্জ
