

বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুর ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে এসএসসি শিক্ষার্থীদের অনুপস্থিতর কারণ জানতে চেয়ে শিক্ষা অফিসারের নোটিশ
দৌলতপুর ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে এসএসসি শিক্ষার্থীদের অনুপস্থিতর কারণ জানতে চেয়ে শিক্ষা অফিসারের নোটিশ
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতর কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষককে নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু একজনও পরীক্ষায় অংশ গ্রহণ না করায় কারণ জানতে চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ।
গত ২১ ও ২২ এপ্রিল বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি প্রকাশ হলে প্রসাশন নড়ে চড়ে বসে, এলাকার সচেতন মহলের তোপের মূখে পড়ে ঐ বিদ্যলয়ের শিক্ষকরা, ফলে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়: #অনুপস্থিতর #অফিসার #এসএসসি #কারণ #চেয়ে #জানতে #দৌলতপুর #ধর্মদহ #নোটিশ #প্রধান #বিদ্যালয় #মাধ্যমিক #শিক্ষক #শিক্ষা #শিক্ষার্থীদের
