

রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে প্রবাসীর দোকানঘর জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
ছাতকে প্রবাসীর দোকানঘর জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে প্রবাসীর দোকানঘর জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট যুবলীগ নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে।
গত শনিবার রাতে আলমগীর হোসেনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা বন্ধ দোকান ঘরের তালা ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ করেছেন প্রবাসী শাহজাহান মিয়া।
সে উপজেলা জাউয়াবাজার ইউপি যুবলীগের সহ সভাপতি ও একই গ্রামের আশীদ আলীর পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাউয়াবাজারস্থ লন্ডন প্রবাসী শাহজাহান হোসেনের কোটি টাকার একটি দোকান ঘর রয়েছে। সেই দোকান ঘর দেখা শুনা করার জন্য আলমগীর হোসেনকে দায়িত্ব দেন এই প্রবাসী। দীর্ঘ দিন দেখা শুনা করার এক পর্যায়ে দোকান ঘরের প্রতি লোভ জন্ম আলমগীর হোসেনের। তার এই লোভের বিষয়ে টের পাওয়ায় দুই সপ্তাহ আগে দোকান ঘরের চাবি নিয়ে নেন প্রবাসী শাহজাহান মিয়া।
আর এতেই ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে দোকানের সাঁটার ভেঙে জোর করে দখলের চেষ্টা করেন যুবলীগ নেতা আলমগীর হোসেন।
এবিষয়ে প্রবাসী শাহজাহান হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে আমার দোকান ঘরের দেখা শুনার দায়িত্ব ছিলো। সরল মনে তাকে আমি সব কিছু সমঝিয়ে দিয়েছিলাম। কখনও কল্পনা করিনি সে আমার বুকে ছুড়ি চালাবে।
তিনি বলেন,এজন্য তাকে কোনো কিছু বুঝতে না দিয়ে চাবি ফিরিয়ে দেয়ার কথা বলি। চাবি না দিলে আমি দোকান ঘরে আলাদা তালা লাগানোর ব্যাবস্থা করি৷ আর এতেই ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী ক্যাডারদের ভাড়া করে আমার দোকানের তালা ভেঙে দখলের চেষ্টা চালায়। এসময় তিনি আরও বলেন, দোকান ঘর দখল চেষ্টা আমি সিসি টিভিতে দেখা মাত্রই ঘটনাস্থলে এসে তাদের বাঁধা দেই। এসময় যুবলীগ ক্যাডার আলমগীর এবং তার সঙ্গে থাকা ভাড়াটে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে তার উপর হামলা চালায়। তখন আলমগীর হোসেন তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা তাকে সন্ত্রাসীদের আক্রমণের হাত থেকে রক্ষা করে। এসব ঘটনার সম্পূর্ণ প্রমাণ সিসি টিভি ফুটেজে রয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
এব্যাপারে আলমগীর হোসেনের বক্তব্য জানতে তার ব্যাক্তিগত নম্বরে ফোন দিলে বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এব্যাপারে স্থানীয় ফাঁড়ি পুলিশ পরিদর্শক আব্দুল কবির এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনো কোন অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #অভিযোগ #চেষ্টা #ছাতক #জোর #দখল #দোকানঘর #নেতা #পূর্বক #প্রবাসী #বিরুদ্ধে #যুবলীগ
