

সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত-৩
দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত-৩
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুরে জমি জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ তিন জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমকা দক্ষিনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় মৃত খোসবার আলীর ছেলে হালিম বাদী হয়ে শুকুর আলী (৫৫ ), সেলিম (৩০) ও আশিক (২৩ ) কে আসামি করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা।
এজাহার সূত্রে জানা যায়, খোসবার আলী ও তার ভাই শুকুর আলীর মাঝে জমি জায়গা দিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। পরবর্তীতে খোসবার আলী মৃত্যুবরণ করলে তার স্ত্রী ও সন্তানেরা জমি জায়গার বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের শরণাপন্ন হয়।
পরবর্তীতে গত ২০ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আমিন এসে জমি জায়গার বিষয়টি মাপ যোগ করে সমাধান করে দেয়। সে সময় তাদের প্রতিপক্ষ শুকুর আলী সবকিছু মেনে নিলেও গতকাল জমির উপরে গেলে অতর্কিতভাবে খোসবার আলীর স্ত্রী ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে খোসবার আলীর স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), বাবুর স্ত্রী চুমকি (২৫) ও মৃত খসবার আলীর ছেলে হালিম (২৩) মারাত্মক আহত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত পরিবারটি।
বিষয়: #জমি #দৌলতপুর #সংঘর্ষ
