রবিবার ● ১৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আগামী সোমবার (১৭ জুন) দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে সাতটায়।
ঈদের জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যেই অধিকাংশ প্রস্তুতি শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। সেইসঙ্গে নিরাপত্তার কাজ চলছে জোরেশোরে। আলাদা আলাদাভাবে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। পুলিশ ও র্যাব আলাদা ওয়াচ টাওয়ার করেছে। সিসি ক্যামরাসহ নানা ধরনের নিরাপত্তার কাজ চলছে। ভেতরের সব কাজ প্রায় শেষের দিকে। গেট নির্মাণও প্রায় শেষের পথে।
রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করায় জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা অন্যান্য ঈদগাহের চেয়ে একটু বেশিই থাকে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, জাতীয় ঈদগাহের সামনে দুই পাশে নির্মাণ করা হয়েছে পৃথক ওয়াচ টাওয়ার। ঢাকা মহানগর পুলিশ ও র্যাবের পৃথক ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। রয়েছে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম। বসানো হয়েছে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ।
জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করতে ১২০ থেকে ১৩০ জন শ্রমিক নিয়মিতভাবে কাজ করেছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার বর্গমিটারের জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ঈদগাহের প্যান্ডেলের ক্ষেত্রফল ২৫ হাজার ৪০০ বর্গমিটার।
গত বছর এই ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট ছিল একটি। পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং নারীদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছিল। গতবার ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার ছিল ৫টি এবং মহিলা কাতার ছিল একটি। ঈদুল ফিতরের নামাজের পর ঈদুল আজহাতেও নামাজের জন্য ঈদগাহ মাঠটি সাজানো থাকে। এরপর আস্তে আস্তে এগুলো খুলে ফেলা হয়।
বিষয়: #ঈদগাহ #জাতীয়