সোমবার ● ১৭ জুন ২০২৪
প্রথম পাতা » খেলা » সাকিব-মুস্তাফিজের বোলিং তোপে চাপে নেপাল
সাকিব-মুস্তাফিজের বোলিং তোপে চাপে নেপাল
ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তবে, ব্যাটারদের হতাশার দিনে আশা দেখাচ্ছেন বোলাররা। বিশেষ করে পেসার তানজিম হাসান সাকিব। তার অবিশ্বাস্য বোলিংয়ে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমেও চাপে পড়েছে নেপাল।
আজ সোমবার (১৭ জুন) কিংসটাউনের আর্নস ভেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ .ওভারে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৬ রান তোলে বাংলাদেশ। জবাবে শুরুটা ভালো হয়নি নেপালের। প্রথম পাঁচ ওভারেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছে নেপাল।
দলীয় ৯ রানের মাথায় তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন কুশল। ৮ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এর দুই বল পরই অনিল শাহকে ফেরান তানজিম। সাকিবের বল তুলে মারতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন এই ব্যাটার। আউটের আগে করেন ২ বলে শূণ্য রান।
এরপর অধিনায়ক রোহিত পাউডেল বিদায় নেন দ্রুতই। সাকিবের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬ বল খেললেও ১ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর আঘাত হানেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। দলীয় ২৪ রানে তিনি ফেরান আসিফ শেখকে। ১৪ বলে ১৭ করে ফেরেন এই ব্যাটার।
বিষয়: #মুস্তাফিজ #সাকিব