শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » পুতিনকে জোড়া কুকুর উপহার দিলেন কিম
পুতিনকে জোড়া কুকুর উপহার দিলেন কিম
বজ্রকণ্ঠ নিউজঃ
দীর্ঘ ২৪ বছর পর ২ দিনের সফরে উত্তর কোরিয়া গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। গত মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাতে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি।
এই রাষ্ট্রীয় সফরে মিত্র কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও।
কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি, চা কাপ সেট উপহার দিয়েছেন তিনি। দুই নেতাকে গাড়িতে বসে ছবিও তুলতে দেখা গেছে।
এর আগে গত ফেব্রুয়ারিতেও কিমকে একটি অরাস লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভাল বেশকিছু উপহার দিয়েছেন পুতিনকে। তার মধ্যে আছে এক জোড়া পুংসান কুকুর। এটি উত্তর কোরিয়ার সাদা পশমের বিশেষ শিকারী কুকুর। আরও রয়েছে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বানানো শিল্পকর্ম প্রতিকৃতি, ও ছবি।
২০ জুন, বৃহস্পতিবার কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম। তাছাড়া কিম যখন একটি ঘোড়াকে গাজর খাওয়ান তখন পুতিন এটির মাথায় হাত বুলিয়ে দেন।
দুই দেশের নেতার সখ্যতার এই বহিঃপ্রকাশ এমন সময়ে ঘটছে যখন উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ই আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।
বিষয়: #উপহার #কিম #কুকুর #জোড়া #পুতিন