শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
বজ্রকণ্ঠ নিউজ :
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় হাইল্যান্ড পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
২১ জুন, শুক্রবার সকালে দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূপদার্থবিদ্যা সংস্থা এ বিষয়ে জানিয়েছে।
সংস্থাটির মতে, স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ইয়ালিমা রিজেন্সি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব ও ভূপৃষ্ঠ থেকে ৭৮ কিলোমিটার গভীরে অবস্থিত।
কোনো ধরনের সুনামির সতর্কতা জারি করা হয়নি। কেননা আশা করা হচ্ছে এ ভূমিকম্পের ফলে সমুদ্রে বড় ধরনের ঢেউয়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
প্রাদেশিক আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যারোলিন সিনহুয়াকে জানিয়েছেন, প্রাথমিকভাবে কর্মকর্তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাননি।
ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জ। এটি ভূমিকম্পের দিক থেকে সক্রিয় ‘প্যাসিফিক রিং অব ফায়ারে‘র ওপর অবস্থিত; যা এটিকে একটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত করেছে।
বিষয়: #ইন্দোনেশিয়া