শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » রংপুর » ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার
ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। রোববার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার দৌলতপুর বাঁশগাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৪৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ওই গ্রামের মৃত আব্দুুল করিমের ছেলে মো: মনির হোসেন (৪৪) কে গ্রেফতার করে।
অপরদিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিববাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ পার্শ্ববর্তী পূর্ব পারপুগী উত্তরপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মেহেল ওরফে মেহেদী (২০) ও মো: রফিকুল ইসলামের ছেলে মো: সালাউদ্দীন (১৯) কে গ্রেফতার করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সর্ব মংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ফেনসিডিলসহ সর্ব মঙ্গলা গ্রামের আবুল কালামের ছেলে মো: সোহেল (৩০) কে গ্রেফতার করা হয়। রানীশংকৈল থানা পুলিশ উপজেলার বাঁশবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে হরিপুর উপজেলার দলগাঁও গ্রামের মো: আজগর আলীর ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম (২২) কে ৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৯টি, পীরগঞ্জ থানায় ১টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, রানীশংকৈল থানায়-১টি, ভুল্লী থানায় ২টি ও রুহিয়া থানায় ১টি সহ সর্বমোট জেলায় ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
বিষয়: #ঠাকুরগাঁও