রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » খুলনা » কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
::মনির হোসেন, মোংলা::
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ২৩ জুন রবিবার সকাল পৌনে ১১টায় লবনচরা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার বাসিন্দা মো. রুহুল আমিন (৪১) এবং আব্দুর রউফ (৩২)।
২৩ জুন রবিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন। তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ জুন) সকাল পৌনে ১১টায় খুলনার লবনচরা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশী করে ৯১০ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৪০০ টাকা ও দুটি বাটন ফোন জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা খুলনা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করতেন বলে কোস্টগার্ড সদস্যদের কাছে স্বীকার করেছে। জব্দ করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকব।
বিষয়: #অভিযান #কোস্টগার্ডের