সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » খুলে দেওয়া হয়েছে সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র
খুলে দেওয়া হয়েছে সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র
বজ্রকণ্ঠ নিউজঃ
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় টাঙ্গুয়ার, নীলাদ্রী, যাদুকাটাসহ জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেলে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।
এর আগে, সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কারণে গত ১৮ জুন টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
জানা যায়, গত ১৬ জুন থেকে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করে। ১৭ জুন ওই সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় এবং সুনামগঞ্জের সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র ঘোষণা করা হয়।
তবে শনিবার থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হয়। এ জন্য রবিবার জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেয় স্থানীয় প্রশাসন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
বিষয়: #নামগঞ্জ #পর্যটনকেন্দ্র