বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ইকবাল ॥ ভাইস চেয়ারম্যান আফজল ও মহিলা ভাইস চেয়ারম্যান ডলি নির্বাচিত
শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ইকবাল ॥ ভাইস চেয়ারম্যান আফজল ও মহিলা ভাইস চেয়ারম্যান ডলি নির্বাচিত
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, আ.স.ম আফজল আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম ডলি।
গতকাল ২৯ মে সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১২ জন প্রার্থী। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৪ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ প্রার্থী। চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩০০ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৫৯ ভোট, মোঃ সুরুজ আলী মোল্লা (আনারস) প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট, মোঃ রকিব আহমেদ (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২৬৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আ স ম আফজল আলী রুস্তম (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৫১ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি খন্দকার শফিক মিয়া সরদার (চশমা) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮৮ ভোট, মোহাম্মদ জালাল উদ্দিন রুমি (তালা) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩১ ভোট, মোঃ আব্দুল কাদির আসাদ (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট ও মনোয়ার হোসেন জাকারিয়া (মাইক) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৬৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মমতাজ বেগম ডলি (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৪ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোছাঃ রুবিনা আক্তার (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার (পদ্মফুল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩ ভোট। শায়েস্তাগঞ্জে ১৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৪৮১৭ জন। চেয়ারম্যানের বৈধ ভোটের সংখ্যা ২৭৬৩৭, বাতিল ভোট ৫২৬, প্রদত্ত ভোটের সংখ্যা ২৮১৬৩, ভোটের শতকরা হার ৫১.৩৮%। ভাইস চেয়ারম্যান পদে বৈধ ভোটের সংখ্যা ২৭৫০৬টি, বাতিল ভোট ৬৩৩টি, প্রদত্ত ভোটের সংখ্যা ২৮১৩৯, শতকরা ভোটের হার ৫১.৫৩%। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ ভোটের সংখ্যা ২৭৫৪৫টি, বাতিল ভোটের সংখ্যা ৫৮৮টি, প্রদত্ত ভোটের সংখ্যা ২৮১৩৩, প্রদত্ত ভোটের শতকরা হার ৫১.৩২%।
বিষয়: #শায়েস্তাগঞ্জ