বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়ার পথে প্রধানমন্ত্রী
রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়ার পথে প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পৃথক দুইটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকেল সারে পাঁচটা নাগাদ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে প্রধানমন্ত্রীকে বহনকারী কালো রঙের দুটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ একটি গাড়ি বহর কুয়াকাটার পথে গিয়েছেন।
প্রধানমন্ত্রী আগমনের বিষয়ে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করবেন। তবে আমরা এখনও অফিসিয়ালি কোন চিঠি পাইনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। এসময় তিনি দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করবেন বলেও আমাদের জানানো হয়েছে।
জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঝড়ে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়েছিল, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এলাকায় এসেছিলেন দুর্গতদের খোঁজ খবর নিতে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি, প্রধানমন্ত্রী কলাপাড়ায় আসবেন দুর্গতদের খোঁজ খবর নিতে৷ তবে আমরা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠি পাইনি। প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে আমরা আওয়ামী নেতা কর্মীসহ জেলার সকল মানুষ খুবই আনন্দিত। আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পটুয়াখালীর অন্তত ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও ১ হাজার ৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে এতে। এছাড়া কৃষিক্ষেত্রে ২৬ কোটি ২১ লাখ ও মৎস্য খাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রসঙ্গত, রবিবার (২৬ মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত ১৯টি জেলা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী, ভোলা ও বাগেরহাট।
বিষয়: #প্রধানমন্ত্রী