শনিবার ● ২৯ জুন ২০২৪
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান এর বিচারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৬
দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান এর বিচারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৬
খন্দকার জালাল উদ্দীন, বজ্রকণ্ঠ নিউজঃ
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাসের বিচারকে কেন্দ্র করে সংঘর্ষ। শনিবার (২৯ শে জুন) দুপুর অনুমানিক ২ টার সময় হরিনগাছি গ্রামের এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন মৃত মাহাম্মদ আলীর ছেলে ইসালত আলী, সাইফুল ইসলাম এর স্ত্রী পারভিন আরা,মৃত বাদশা মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, জুলমত আলী, কুলমত আলী, আনছের মন্ডলের ছেলে নূর ইসলাম।
আহত ব্যক্তিরা দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে এলাকাবাসী, জিল্লুর রহমান , আব্দুর রাজ্জাক বলেন, ইছাহকের লোকজনের সাথে ইসালতের লোজনের জমি নিয়ে বিরোধের জেরে শনিবার জমি মাফজোক করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে লোকজন আসে জমি মাফজোকের শেষে চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস এক পক্ষের বাড়িতে খেতে বসে, এতেই পক্ষপাতমূলক বিচার হয়েছে ভেবে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। তবে চেয়ারম্যান এর উপস্থিতে এই ধরনের ঘটনা আমরা আশা করি নাই এবং চেয়ারম্যান এক পক্ষের বাড়িতে খেতে না বসলে সংঘর্ষ বাঁধেনা।
এ বিষয়ে আহত ইসালত আলী, ফজিলা খাতুন বলেন , এর আগে একদিন জমি মাফজোকের জন্য আমরা আমিন নিয়ে আসি কিন্তু ইছাহকের লোকজনেরা তা মেনে নেই না। আজ হঠাৎ চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস সহ উপস্থিত হয়ে জোর করে জমি মাফজোক শুরু করে, আমরা সেখানে কেউ যায় নাই। পরে চেয়ারম্যান ইছাহকের বাড়িতে খেতে বসে এবং তারা বাড়ি থেকে পরিকল্পনা করে বের হয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। চেয়ারম্যান এর উপস্থিতে কিভাবে হামলা চালায় এই সকল ঘটনার আমরা তদন্ত করে বিচার চাই।
এ বিষয়ে নূর ইসলাম বলেন, জমি মাফজোক শেষে চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস আমাদের বাড়িতে খেতে বসে এমন সময় ইসালত আলীর লোকজন হামলা চালায়।
এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার তপন আলী বলেন, জমি মাফজোক শেষ করে চেয়ারম্যান এর সাথে অভিযোগ কারির বাড়িতে খেতে বসলে সংঘর্ষ বাঁধে। আমি অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে ঘটনাটা দুঃখজনক।
এ বিষয়ে আব্দুল মান্নান রানা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মোবাইল কোন কথা বলবো না বলেন। বলেন আমার অফিসে আসেন বসে কথা হবে তার পরে কোন বক্তব্যো।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুব রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন পযন্ত লিখিত কোন অভিযোগ হয় নাই।
বিষয়: #ইউনিয়ন #চেয়ারম্যান #দৌলতপুর #রিফায়েতপুর