রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের ধর্মপাশায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী
সুনামগঞ্জের ধর্মপাশায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী
আল-হেলাল, সুনামগঞ্জ, বজ্রকণ্ঠ নিউজঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী (৭৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের চানপুর গ্রামস্থিত পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রবিবার সকাল ৯ টায় উপজেলা সদরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যূকালে তিনি স্ত্রী,এক ছেলে ও ৩ কন্যা রেখে গেছেন।
বাদ আছর ধর্মপাশা ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন,অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দোহা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর উপস্থিতিতে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। মরহুমের নামাজে যানাজায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধার সন্তান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জাহান,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল ও সাধারণ সম্পাদক কেবি মুর্শেদ জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর মৃত্যূতে সুগভীর শোক প্রকাশ ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শামীম আহমেদ মুরাদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে জানান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী ১৯৭১ সালে ৫ নং সেক্টরের অধীনস্থ টেকেরঘাট সাবসেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন। জীবদ্ধশায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধর্মপাশা উপজেলা কমান্ড এর আহবায়ক ও কমান্ডার ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বিষয়: #চৌধুরী #ধর্মপাশা #মঞ্জুরুল #মর্যাদা #মুক্তিযোদ্ধা #রাষ্ট্রীয় #শায়িত #সুনামগঞ্জ #হক