মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা সফিউল ইসলাম সুপর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা সফিউল ইসলাম সুপর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
খন্দকার জালাল উদ্দিন: :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির দফাদার পাড়া গ্রামের বাটা কোম্পানির অব: প্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম সুপর লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন। জানাযায় উপজেলার ফিলিপনগর ইউপির দফাদার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম (৭৮) সে দীর্ঘদিন যাবত বাটা কোম্পানিতে কর্মকর্তা হিসাবে কর্মরত থেকে মানিক গঞ্জ জেলার ধামরাই উপজেলা বাড়ি করে বসবাস করতো।সে সোমবার বিকেল ৪,৩০ মিনিটে নিজ বাসায় মারা যান।
তার লাশ সোমবার রাত ১২ টাই ফিলিপনগর ইউপির পৈত্রিক ভিটা দফাদার পাড়া গ্রামে মঙ্গলবার সকাল ১০ টাই উপজেলা প্রসাশনের গার্ড অফ অর্ণার দিয়ে থাকেন ।
গার্ড অফ অর্ণার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি, ফয়সাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা, আব্দুস সালাম মাষ্টার, নূরু বক্স,হযরত আলী,জান মাহমুদ, কমরেড আব্দুল মান্নান, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু,অব: ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিবুর রহমান, সাহাব মাষ্টার সহ শুভাকাঙ্ক্ষী গণ উপস্থিত ছিলেন।
বিষয়: #ইসলাম #দাফন #দৌলতপুর #বীর #মর্যদা #মুক্তিযোদ্ধা #রাষ্ট্রীয় #সফিউল #সম্পন্ন #সুপর