

বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩১মে তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে “ধূমপান বিরোধী স্কেটিং রেলি”
৩১মে তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে “ধূমপান বিরোধী স্কেটিং রেলি”
৩১মে বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে “ধূমপান বিরোধী স্কেটিং রেলি”৩১ মে বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠন-এর উদ্যোগে এবছরের বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রতিপাদ্য বা ¯স্লোগান “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”-কে সামনে রেখে শিশু-কিশোর তথা যুব সমাজকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলতে ৩১/০১/২০২৪, রোজ শুক্রবার, সকাল ১৩.৩০মিনিটে রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য “ধূমপান বিরোধী স্কেটিং রেলি আয়োজন করা হয়েছে। উক্ত “ধূমপান বিরোধী স্কেটিং রেলি”তে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন ফটোগ্রাফার-ক্যামেরাম্যান এবং একজন রিপোর্টার প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
অনুষ্ঠানসূচীঃ-
৩১মে বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে “ধূমপান বিরোধী স্কেটিং রেলি”।
স্থান:- জাতীয় যাদুঘর, ঢাকা-এর সামনে
তাং- ৩১/০৫/২০২৪, রোজ শুক্রবার, সকাল ১১.৩০ মি.
আয়োজক:- “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠন।
বিষয়: #ধূমপান
