মঙ্গলবার ● ৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » পুলিশের বিশেষ অভিযানে আট জুয়াড়ি গ্রেফতার,নগদ অর্থসহ খেলার সরঞ্জাম জব্দ।
পুলিশের বিশেষ অভিযানে আট জুয়াড়ি গ্রেফতার,নগদ অর্থসহ খেলার সরঞ্জাম জব্দ।
ওয়াহিদুর রহমান ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় জুয়াখেলারত অবস্থায় ৮ জুয়ারিকে গ্রেফতার ও নগদ ১ লক্ষ ৩০ হাজার ৭২০ টাকাসহ জুয়াখেলার বেশকিছু সরঞ্জাম জব্দ করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
৮(জুলাই)সোমবার গ্রেফতারকৃত জুয়াড়িদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ মারফতে জানাযায়,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টার রফিজুল মিয়া,সাব-ইন্সপেক্টার সজিব মিয়া,এএসআই হাসান আলী ও এএসআই নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশ দল উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনাকালে মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার বসত বাড়িতে অভিযান চালায়।এ-সময় জুয়াখেলারত ৮ জুয়ারিকে আটক ও নগদ টাকাসহ খেলার নানা সরঞ্জামাদি জব্দ করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃত জুয়ারিরা হচ্ছে,জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার পু্ত্র সাদিক মিয়া(৩১), রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃতঃ মিসকন্দর আলীর পু্ত্র আমির হোসেন(৫২), জগন্নাথপুর পৌর-শহরের বড় দিঘীরপাড় এলাকার আব্দুল রাজ্জাকের পু্ত্র রোজন মিয়া (৪০),মিরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার পুত্র সুমন মিয়া(৩১),লোহারগাঁও গ্রামের মৃতঃ আব্দুর নূরের পু্ত্র রাজু মিয়া(২২),ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের ছিদ্দিক আলীর পু্ত্র দিলদার হোসেন(২৮),হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হরিনগর(বাগাউড়া)গ্রামের মৃতঃছন্তর মিয়ার পু্ত্র ছুরত মিয়া(৫০) ও নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামের আলকাছ উল্লার পু্ত্র সানকার মিয়া(৪৩)।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান,জুয়াড়িদের বিরুদ্ধে সাব-ইন্সপেক্টার রফিজুল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা রুজু দেখিয়ে। জুয়াড়িদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়: #অভিযান #অর্থসহ #আট #খেলা #গ্রেফতার #জব্দ #জুয়াড়ি #নগদ #পুলিশ #বিশেষ #সরঞ্জাম