বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়েদ হোসেন জাবেদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি ও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদ কে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হইলো এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠ‚ তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন জানান, বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। এবং এক জরুরি বৈঠকের মাধ্যমে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সংগঠন থেকে মোঃ জুবাইদ হোসেন জাবেদ এর বিরুদ্ধে অব্যাহতি এবং সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কার এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেন বলেন, বিষয়টি আমি জানি না। মামলা হয়ে থাকলে উপজেলা ছাত্রলীগকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া আছে।
জানা গেছে, গত ৩ জুলাই ছাত্রলীগের সভাপতি জুবায়েদের বিরুদ্ধে সৌদিপ্রবাসী মিজানুর রহমানের স্ত্রী আইরিন সুলতানা রুপাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকার একটি ব্যাংকের সামনে থেকে সাদা রঙের প্রাইভেটকারে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ওই গৃহবধূ দুই সন্তানের জননী। এ ঘটনায় ওইদিন প্রবাসী মিজান রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বিষয়: #অপহরণ #প্রবাসী #স্ত্রী