মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট
বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট
বজ্রকণ্ঠ লন্ডন ::
৩০শে জুন, চিলড্রেন এডুকেশন গ্রুপের সার্বিক সহযোগিতায় বিলেতের বুকে প্রথম বারের মত বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট (ইউকে) কর্তৃক আয়োজিত দ্য গ্রেটার সিলেট প্রিমিয়ার কাপ ২০২৪ বার্ষিক একক ক্যারাম প্রতিযোগিতা পূর্ব লন্ডনের খ্রিস্টান স্ট্রিটস্ত চিলড্রেন এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সভাপতি জনাব মখন মিয়া। ট্রাস্টের সদস্য ছাড়াও ৬৫ জন ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
৭ই জুলাই সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনালেন এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি জনাব মখন মিয়া ও সভা পরিচালনা করেন ট্রাস্টের প্রাক্তন সভাপতি জনাব জামালুর রাহমান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ফারুক আহমেদ এবং টাওয়ার হ্যামলেটস বরোর সাবেক কাউন্সিলর ও স্পিকার আহবাব হোসেন ।
খেলাটি পরিচালনা করেন চিলড্রেন এডুকেশন গ্রুপ (সিইজি) ক্যারুম অ্যাসোসিয়েশন (ইউকে) এর সভাপতি জনাব সেলিম ইউ চাকলাদার, সাধারণ সম্পাদক জনাব আমিনুর রাহমান শামীম ও তাঁদেরকে সাহায্য করেন ট্রাস্টের প্রাক্তন সভাপতি জনাব জামালুর রাহমান, সাধারণ সম্পাদক জনাব রুবেল আহমদ কোষাধ্যক্ষ জনাব সাহাব উদ্দিন এবং অর্জেনাইজিং সেক্রেটারি জনাব বেলাল উদ্দিন।
একক ক্যারাম প্রতিযোগিতায় সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল পুরস্কার বিজয়ীরা হলেন যথাক্রমে বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট (ইউকে) এর সহ সভাপতি জনাব আজহারুল ইসলাম মুন্না ১ম (নগদ ৬০০ পাউন্ড + কাপ), কবির হোসেন ২য় (নগদ ৩০০ পাউন্ড + ট্রফি) এবং শাহ মুন্না ৩য় (নগদ ১০০ পাউন্ড + ট্রফি) পুরস্কার জিতেছেন।
রেফারি আমিনুর রাহমান শামীম এবং রাশেদ আলী তালুকদার’কে পুরস্কার প্রদান করেন ট্রাস্টের ট্রাস্টি, আলী হোসেন।
সভায় বক্তব্য রাখেন বেলাল আহমদ মাদারী, ট্রাস্টি; ফারুক উদ্দিন, ট্রাস্টি; আনোয়ার উদ্দিন পংকি, সহ সভাপতি; আবুল মিয়া, সাবেক সহ সভাপতি; রুবেল আহমদ, সাধারণ সম্পাদক; সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ; বেলাল উদ্দিন, অর্জেনাইজিং সেক্রেটারি; মোহাম্মদ সামসুল হক, গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্টের প্রতিষ্ঠিতা সভাপতি; জয়নাল উদ্দিন, সোনালী অতীতের সাধারণ সম্পাদক; রিংকু মিয়া, ক্যারাম ফেডারেশন অ্যাসোসিয়েশনের সভাপতি; ফারুক আহমেদ, কাউন্সিলর; মোহাম্মদ মাহবাব হোসেন, সাবেক কাউন্সিলর ও স্পিকার, প্রমুখ।
বক্তারা বলেন, “যুক্তরাজ্যে এই প্রথম বারের মতো গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠন একটি সুন্দর ও স্বার্থক ক্যারাম প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্য সম্পন্ন করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট (ইউকে)।”
ট্রাস্টের সভাপতি মখন মিয়া বলেন, “এই ক্যারাম প্রতিযোগিতার সফলতার পিছনে সবচেয়ে বেশী কাজ করেছে গ্রামের প্রবীণ ও নবীন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত দর্শকদের সরব উপস্থিতি।”
ট্রাস্টের সদ্য সাবেক সভাপতি জনাব জামালুর রাহমান বলেন, “সকল অংশগ্রহণকারী খেলোয়াড়বা, তাদের সর্বোচ্চ প্রয়াস দিয়ে এই ক্যারাম প্রতিযোগিতাকে সফল করেছেন। প্রতিটি খেলোয়াড়ই অসাধারণ দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিভার প্রমাণ করে সকলকে মুগ্ধ করেছেন।”
সর্বশেষে, আগত অতিথিবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান জনাব মখন মিয়া এবং জনাব জামালুর রাহমান।
বিষয়: #ইউকে #ট্রাস্ট #বাগিরঘাট #ভিলেজ