শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা » ছাত্র-জনতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই-মাঃ আজাদ
ছাত্র-জনতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই-মাঃ আজাদ
::বজ্রকন্ঠ রিপোর্ট::
ছাত্রজনতার আন্দোলনে আ.লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন বিগত ১৫ বছর আ.লীগ জুলুম নির্যাতন আর ভোট ডাকাতি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ছিল। বিগত ১৫ বছর তাদের হামলা-মামলা আর নির্যাতনের কারণে কেউ ঘুমাতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, তাদের সীমাহীন দুঃশাসনের কারণে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পায়নি দেশের মানুষ। ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি উল্লেখ করে বলেন জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন এখন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। নতুন স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হামলা ভাংচুর লুটপাট করে ছাত্রজনতার এ অর্জন কোন ভাবেই যাতে ¤øান না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়। দলটি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন এই সূহুর্তে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের সবাইকে নির্ভয়ে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় দলীয় পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা মহানগর জামায়াত ইসলামীর, মাওলানা আমিনুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড. শাহ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুল আহমেদ, বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাড. মোঃ আব্দুল মজিদ, কাজী তমজীদ আলম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিন, সাংবাদিক ফিরোজ আহমেদ, আব্দুস সালাম, আবু সাঈদ, মোঃ সোহেল আহমেদ, তামিম রায়হান, এসকে মহিবুল্লাহ, মাওলানা শামসুর রহমান, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান ও জামিরুল ইসলামসহ এসময় হাজার হাজার নেতাকর্মী মিলোন মেলা শুরু হয়।
বিষয়: #ছাত্র-জনতা #নতুন বাংলাদেশ