সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » নাগরিক সংবাদ » ছাত্র-জনতার গণ আন্দোলন লুট হয়ে যাওয়ার আশঙ্কা
ছাত্র-জনতার গণ আন্দোলন লুট হয়ে যাওয়ার আশঙ্কা
আজ ১২ ই আগস্ট রোজ সোমবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী গণ আন্দোলন এর ডাকে, অবিলম্বে ড. মুহাম্মদ ইউনুসকে বিপ্লবী সরকারের রাস্ট্রপতি ঘোষনা কারা, জনগনের অভিপ্রোয়ের সাথে সম্পৃক্ত রেখে নতুন গঠনতন্ত্র প্রনয়ন করা, এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মানবাধিকার প্রতিষ্টা করার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধনে দেশের সাধারন জনতা উপস্থিত থাকবেন।
আপনার মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশের জন্য আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
বিষয়: #আন্দোলন #আশঙ্কা #গণ #ছাত্র #জনতা #যাওয়ার #লুট #হয়ে