সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপকূলীয় অঞ্চলের সর্বসাধারনের জানমাল রক্ষায় কোস্টগার্ডের টহল জোরদার
উপকূলীয় অঞ্চলের সর্বসাধারনের জানমাল রক্ষায় কোস্টগার্ডের টহল জোরদার
::মনির হোসেন::
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারনের জান-মাল রক্ষায় তৎপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ১২ আগস্ট সোমবার কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুয়াইব বিকাশ এতথ্য নিশ্চিত করেন তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর। সে লক্ষ্যে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী ব্রিজ, কর্ণফুলী টানেল, কাফকো, টিএসপি কমপ্লেক্স লিমিটেড, চট্টগ্রাম সাইলো, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সকল তেল পরিষোধোনাগার ও চট্টগ্রাম ড্রাইডকসহ চট্টগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে কোস্ট গার্ড। বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়, থানায় দুষ্কৃতি কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধ, অবৈধভাবে দখলকৃত সম্পত্তি উদ্ধারে আমরা সর্বদা নিয়োজিত আছি। এছাড়াও নদীপথে বিভিন্ন লাইটার জাহাজে চুরি, সীমান্তে অবৈধ অনুপ্রবেশসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা টহল জোরদার করেছি। আপনাদের মাধ্যমে চট্টগ্রাম উপকূল বাসীর কাছে আকুল আবেদন, যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই আমাদের কোস্টগার্ড কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪২৯৯৯) যোগাযোগ করবেন, আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা নিব।
বিষয়: #কোস্টগার্ডের #জোরদার #টহল