বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের নবীগঞ্জ দেড়যুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ভূমি ও ব্যবসা প্রতিষ্ঠান
হবিগঞ্জের নবীগঞ্জ দেড়যুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ভূমি ও ব্যবসা প্রতিষ্ঠান
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘ দেড়যুগ পর উদ্ধার হলো এক প্রবাসীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি৷ নবীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় সন্নিকটে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ভূমি সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর একটি সূত্রে জানায়৷
জানাযায়, প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর (৬৮) বিভিন্ন ভাবে হয়রানির শিকার ব্যক্তি বলেন, আমি আমার স্বপরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করি। এ সুবাদে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি দেখাশোনার দায়িত্ব দেই আমার আপন ভাগিনা একই উপজেলার সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের আকলিছ মিয়ার পুত্র সাজ্জাদুর রহমানের কাছে৷ কিন্তু আমার ভাইগনা দীর্ঘ ১৮ বছর ধরে আমার মালিকানাধীন ভুমি ও উক্ত ট্রাভেলস জবরদখল করে উল্টো আমাকে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এ বিষয় নিয়ে আমিন বিভিন্ন মহলে ধর্ণা দিলেও আমার ভাগিনা ও তার লোকজনের কবল থেকে আমার এই সম্পদ উদ্ধারে করা সম্ভ হয়নি। অবশেষে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবীগঞ্জ থানায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর (৬৪ ইষ্ট বেঙ্গল) ক্যাম্প বরাবরে আমি একটি অভিযোগ দায়ের করি। এতে সেনাবাহিনী বিষয়টি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে গত ১৩ আগষ্ট বেলা ২টার দিকে সেনাবাহিনীর ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া ও তাদের টিম জবর দখলকারীদের কবল থেকে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনালের ভূমি ও দোকানের চাবি উদ্ধার করে ভূমির প্রকৃত মালিককে তার জায়গাটি সমজিয়ে দেয়া হয়৷ এঘটনার সত্যতা স্বীকার করলেন ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের নবীগঞ্জ থানায় কর্মরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া৷ উক্ত ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোক্তভোগী প্রবাসী ও তার পরিবার৷
বিষয়: #উদ্ধার #দেড়যুগ #নবীগঞ্জ #পর #প্রতিষ্ঠান #প্রবাসী #ব্যবসা #ভূমি #মালিকানাধীন #সেনাবাহিনী #হবিগঞ্জ #হলো #হস্তক্ষেপ