রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা » পাইকগাছায় বন্যাদুর্গতদের চিকিৎসা ও ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী
পাইকগাছায় বন্যাদুর্গতদের চিকিৎসা ও ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী
মনির হোসেন
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক খুলনার পাইকগাছা উপজেলায় বন্যায় দূর্গতদের মাঝে জরুরী চিকিৎসা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরন চলমান রয়েছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ অসংখ্য পানি বন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য কমান্ডার খুলনা নৌ অঞ্চল হতে প্রেরিত নৌবাহিনীর সহায়তাকারী দল নিরলস প্রচেষ্টা চলমান রেখেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী এই দায়িত্ব পালন অব্যাহত রাখবে ।
খুলনার পাইকগাছায় বন্যার্তদের উদ্ধারকার্য, শুষ্ক ও রান্না করা খাবার বিতরণ এবং জরুরী চিকিৎসা সাহায্য প্রদান করে চলছে বাংলাদেশ নৌবাহিনী। জরুরী উদ্ধার সহায়তার জন্য কন্টিনজেন্ট কমান্ডার - লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ফরহাদঃ +৮৮০১৭৬৯৭৬৩৩৭৫ এবং খুলনা কেন্দ্রস্থ অপস্ রুম অফিসারঃ +৮৮০১৭৬৯৭৮১১১১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
বিষয়: #পাইকগাছা