শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » রংপুর » দর উপজেলা নির্বাচনোত্তর-পূর্ব সময়কালীন প্রেক্ষিত, সংকট ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে ঠাকুরগাঁওয়ে কামরুল হাসান খোকনের সংবাদ সম্মেলন
দর উপজেলা নির্বাচনোত্তর-পূর্ব সময়কালীন প্রেক্ষিত, সংকট ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে ঠাকুরগাঁওয়ে কামরুল হাসান খোকনের সংবাদ সম্মেলন
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনোত্তর-পূর্ব সময়কালীন প্রেক্ষিত, সংকট ও এর থেকে উত্তরণ সম্ভাবনা বিষয়ে সংবাদ সম্মেলন করেন কামরুল হাসান খোকন। বুধবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী মো: কামরুল হাসান খোকন লিখিত বক্তব্যে বলেন, গত ২১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনটি হয়েছে কতিপয় মেরুকরণের ভিত্তিতে। জনগণের ভোট বিমুখতা ও ধর্মীয় মেরুকরণের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ছিল ধর্মীয় ভাবাবেগের চরম সুড়সুড়ি। আওয়ামীলীগ-বিএনপির একটি অংশের রাজনীতিবিদদের গরিষ্ঠ অংশের এক প্রার্থীর পক্ষে সরাসরি মৈত্রি (সিন্ডিকেট বলে পরিচিত অংশ), প্রভাবশালী দলীয় রাজনীতিবিদদের গরিষ্ঠ অংশের এক প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান। ধর্মীয় বিভাজন ও অশুভ রাজনীতির বৃত্তবলয়ের আধিপত্য ধরে রাখার লড়াই বলা যেতে পারে। যেখানে সাধারণ জনগণ ভোটারগণ কার্যত উপেক্ষিত রয়ে গেলেন। ভোটের দিন ১২৫ টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ধর্মভেদে এক জনগোষ্ঠীর ভোটারদের উপস্থিতি, মাঝের সময় দায়সারা গোছের ভোটারদের উপস্থিতি, বেলা ১টা থেকে ৪ টা পর্যন্ত ধর্মভেদে অপর অংশের ভোটারদের উপস্থিতি নির্বাচনী পর্যবেক্ষকদের ভাবনায় স্পষ্টত: ধর্মীয় মেরুকরণের আভাস পরিলক্ষিত হয়। ৪০ শতাংশ ভোট কেমন করে পরেছে এমন প্রশ্ন রেখে কামরুল হাসান খোকন বলেন, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে কোন প্রার্থীর নির্বাচনী ও প্রচার অভিযানে সদর উপজেলা সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট কোন কর্ম পরিকল্পনার কথা আলোচিত হয়নি।
এ উপজেলার উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কতিপয় প্রস্তাবনা ও দাবী দাওয়া জানান কামরুল হাসান খোকন। এর মধ্যে কৃষিজাত ফসল, পণ্য উৎপাদন, খুচরা বিক্রয় ও বিপণন সংখ্যাগরিষ্ঠ মানুষের আয়ের একমাত্র উৎস। কৃষি প্রধান অঞ্চল হিসাবে সদর উপজেলায় সরকারী ও বে-সরকারী ষ্টোরেজ স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার আহবান জানান তিনি। উপজেলার যাবতীয় সংকট ও সম্ভাবনাকে নিয়ে ফাউন্ডেশন গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছেন বলে উল্লেখসহ বেশকিছু সুপারিশ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিষয়: #ঠাকুরগাঁও