বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা » বন্যার্তদের পাশে মোংলার শেখ আব্দুল হাই ফাউন্ডেশন
বন্যার্তদের পাশে মোংলার শেখ আব্দুল হাই ফাউন্ডেশন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত খুলনার পাইকগাছায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলা।
বুধবার (২৮ আগষ্ট) মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই এর নামে প্রতিষ্ঠিত শেখ আব্দুল হাই ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ ৮ সদস্যের একটি টিম গঠন করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দূর্যোগ, চক্ষু রোগীর চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন ও রক্ত সহায়তা, মেধাবী ছাত্রদের শিক্ষার ব্যায়ভার বহন, অসহায়, হতদরিদ্র মানুষের খাদ্য, চিকিৎসা সহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিগতায় পাইকগাছা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও ফেণীর ঢালিয়া ইউনিয়নে পানিবন্ধি মানুষকে উদ্ধারের জন্য ট্র্যাকে করে মোংলা থেকে জালিবোট পাঠায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন।
পাইকগাছার দারন মল্লিক গ্রামের প্রতিটি পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল, লবণ, বিশুদ্ধ পানির বোতল ও ঔষধসহ শুকনো খাবার উপহার স্বরুপ দেয়া হয়।
এ সময় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম, মাসুম বিল্লাহ, কাজী সাগর, রুবেল খান, মোঃ মামুন, রিয়াদ হাসান, মোঃ ইমন ও মেজবাউল আহসান রাফি উপস্থিত ছিলেন।
বিষয়: #আব্দুল #ফাউন্ডেশন #মোংলা #শেখ #হাই