সোমবার ● ২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » সংশোধনী
সংশোধনী
:: সৈয়দ মোহাম্মদ ইসমাঈল::
কতো প্রতিবাদ চলছে এখন,
এটা নয়কো কিছু নূতন।
এ-স্বাধীন দেশের আইন কেন,
রয়ে গেছে সেই পুরাতন ?
সত্যি যদি দেশকে ভালোবাসো,
তবে আইন করো কড়া।
যাতে দুষ্ট লোকের শাস্তি দেখে,
হয় সকলের চক্ষু ছানাবড়া।
যদি খুনি ধর্ষক চোর ডাকাতেরা,
কৃতকর্মের শাস্তি কঠিন পায়।
সেটাই দেখে মনে ভাববে সবাই,
এহন কাজের নিস্তার যে নাই।
তখন লাগবে না আর আন্দোলন,
করতে হবে না আর প্রতিবাদ।
গোটা দেশেরই মানুষ শান্তি পাবে,
সবার মনে রইবে সুখের স্বাদ।
কঠিন আইন কানুন করতে কেন,
তোমরা মনে তে পাও ভয় ?
নিজ নিজ চরিত্র গুলো শুধরে নিও,
তবেই রইবে না আর সংশয়।
কলমে - সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
তারিখ - ০২/০৯/২৪
বিষয়: #ইসমাঈল #মোহাম্মদ #সৈয়দ