শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে বিএনপির কমী সভা তারেক দেশে ফিরবেন বীরের বেশে: মিলন
ছাতকে বিএনপির কমী সভা তারেক দেশে ফিরবেন বীরের বেশে: মিলন
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক,সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন । যখন বাংলাদেশের জনগণ চাইবে । ছাত্র-জনতার আন্দোলনে আজ দেশের মানুষ বন্দী দশা থেকে মুক্ত। ছাত্র জনতার আন্দোলনে স্বৈর শাষক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংশ করে। দেশের প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা,বিচার ব্যবস্থা,নির্বাচন ব্যবস্থা দুর্নীতির মাধ্যমে ধ্বংশ করে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনাসহ নেতাকমীরা । তাদের জুলুমের হাত থেকে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলেম-ওলামা কেউ রক্ষা পায়নি। অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনায়।সকলেই এ সরকারকে সহযোগিতা করতে হবে। ছাত্র- জনতার আন্দোলন কখনো বিফলে যেতে দেয়া হবেনা। তিনি কঠোরভাবে হুশিয়ারি উচ্চারণ করে বলেন,বিএনপিতে কোন দখল বাজ-চাঁদাবাজদের স্থান নেই। কারো এমন মনোভাব থাকলে আগ থেকেই সাবধান হওয়া প্রয়োজন। এই ধরনের কোন কার্যক্রমে কাউকে জড়িত পেলেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
গত শনিবার দুপুরে ছাতক উপজেলার দোলারবাজার লন্ডন প্রবাসী মিন্টু মিয়ার বাড়িতে ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে কর্মী সভায় প্রধান অথিতি হিসেবে তিনি এসব বক্তব্যে বলেন
ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের gসভাপতিত্বে ও আব্দুল মমিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম,হিজবুল বারী শিমুল,আতাউর রহমান এমরান,আলী আশরাফ তাহিদ,জহিরুল ইসলাম জহির জাহেদুল ইসলাম আবাব,তাজুল ইসলাম তালুকদার,আজর আলী মেম্বার প্রমুখ।
বিষয়: #কমী #ছাতক #বিএনপি