রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » জীবনের শেষ নির্বাচন: লিয়াকত হাসান
জীবনের শেষ নির্বাচন: লিয়াকত হাসান
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
চুনারুঘাট পৌরসভার মধ্য বাজারে কয়েক হাজার জনতার উপস্থিতিতে সৈয়দ লিয়াকত হাসান বলেন, আমার জীবনের শেষ নির্বাচন। আমি বিগত দিনে জনসেবা করতে গিয়ে আমার সব সম্পদ হারিয়েছি। এবার আমাকে ঘোড়া মার্কায় জয়যুক্ত করুন, আমি আপনাদের খাদেমত হতে চাই। আমি সুন্দর চুনারুঘাট উপহার দিবো। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ঘোড়া মার্কার কর্মী সমর্থকরা বিকেল ৪টায় ঘোড়া মার্কার স্লোগান দিয়ে সভাস্থলে উপস্থিত হন।
পরে বিকেল ৫টায় সৈয়দ শরীফুল হাসানের সভাপতিত্বে ও সৈয়দ আবু নাঈম হালিমের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র মো: নাজিমুদ্দিন সামছু, নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, মিরাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুছাইন আলী রাজন, সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট সরকার মো: শহীদ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: কাওছার বাহার, সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও ব্যকসের সহ-সভাপতি আব্দুল জলিল, ধলাইপাড় গ্রামের মুরুব্বি আলহাজ্ব সামছুল হক তালুকদার, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: কাদির লস্কর, বেগম খান চা-বাগান নেতা সুর্যকুমার, চানপুর চা-শ্রমিক নেতা ভাস্কর ভৌমিক, জোয়ালভাঙ্গা চাবাগান শ্রমিক নেতা শ্যামলাল সিং, মিরাশী ইউপি সদস্য মো: সুরুজ আলী সহ আরো অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আফম আফজাল আলী রুস্তম, কাউন্সিলর জালাল আহমেদ, রফিক তালুকদার, আজাদ তালুকদার, মারুফ মিয়া সহ আরো অনেকেই ।
বিষয়: #:লিয়াকত #জীবন #নির্বাচন #শেষ #হাসান