শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার
৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার
ছাতক সৃনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে উপজেলার পৌর শহরে বাশঁখালা গ্রামস্থ সুরমা ব্রিজের এপ্রোচ সড়কে এলাকায় ওসি গোলাম কিবরিয়া হাসান ও পুলিশ পরিদর্শক (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিকআপ ভতি ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ তিন জন চোরাকাবরারিকে পুলিশ গ্রেপ্তার করেছে
গত বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর শহরে বাশঁখালা সুরমা ব্রিজের এলাকা থেকে পিকআপ ভতি ৩হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩জন চোরাচালানী ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে থানার পূলিশ।
আটককৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের আলী হোসেন (৩৫), একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং ননীগাঁও গ্রামের মোঃ কামরান হোসেন (২০)।
পুলিশ জানায় আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ কালে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।আটকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্ততি চলছে।
আটক ও মামলা দায়েরের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি গোলাম কিবরিয়া হাসান জানান চোরাচালান সহ মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জন চোরাকারবারিকে গ্রেপ