শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » জালিয়াতি-প্রতারণা-মিথ্যামামলার অভিযোগ : মৌলভীবাজারে আইডিএলসি ফাইন্যান্স কোং লিঃ এর বিরুদ্ধে মামলা
জালিয়াতি-প্রতারণা-মিথ্যামামলার অভিযোগ : মৌলভীবাজারে আইডিএলসি ফাইন্যান্স কোং লিঃ এর বিরুদ্ধে মামলা
শ. ই. সরকার জবলু :: মৌলভীবাজারে আইডিএলসি ফাইন্যান্স কোং লিঃ এর বিরুদ্ধে জালিয়াতি-প্রতারণা-মিথ্যামামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বেইছ গ্যালারিয়া (১ম তলা), ৫৭ গুলশান এভিনিউ, গুলশান- ১, ঢাকায় অবস্থিত আইডিএলসি ফাইন্যান্স কোং লিঃ এর (১) ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন (২) ব্যবস্থাপক মোঃ মেছবা উদ্দিন (৩) সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও স্পেশাল এসেট ম্যানেজম্যান্ট আব্দুর রহমান (৪) অফিসার গ্রেড- ৩ এসডি সুলতান সেকান্দর (৫) লিগ্যাল অফিসার এসডি নাইম হুদা (৬) লিগ্যাল অফিসার গ্রেড- মোঃ সাহেদ সিদ্দিকী (৭) সহকারী অফিসার সাব্বির আহমদ (৮) জুনিয়র অফিসার কিবরিয়া কবির অভি ও (৯) সহকারী অফিসার মোঃ শরিফকে বিবাদী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমল আদালতে জালিয়াতি-প্রতারণা-মিথ্যামামলার অভিযোগে মামলাটি (সিআর ৬৫৮/২০২৪) দায়ের করেছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, সাংবাদিক ও এন্টি ড্রাগ হিউম্যান রাইটস এন্ড সোস্যাল জাস্টিস’র সদস্য শিহাব উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়- ১০% সূদে বাদীর গৃহনির্মানের জন্য বিবাদীগণের ৯ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাবে রাজী হলে, বাদীর ডাচ বাংলা ব্যাংক মৌলভীবাজার শাখার ১৩২.১০১.১৭০৮নং হিসাবের ৩৮৭৩৬৭৯নং হতে ৩৮৭৩৬৯০নং, ৩৮৭৩৭৫১নং হতে ৩৮৭৩৭৭০নং, ৫৪০৫২০১নং হতে ৫৪০৫২২০নং, ৪০৯৪৩৩১নং হতে ৪০৯৪৩৫০নং ও ০৫৪৫৭৫৩নং হতে ০৫৪৫৭৫৩নং পর্যন্ত অলিখিত ৮৩ খানা চেক জামানতের বিপরীতে, গত ২০ এপ্রিল ২০১৫ সালে ৯ লাখ টাকা বিনিয়োগ করে। বাদী ২০ সেপ্টেম্বর ২০১৬ সাল পর্যন্ত সূদাসলে ২ লাখ ৪৪ হাজার ৪৯৪ টাকা পরিশোধ করলে, বিবাদীগণ সন্তুষ্ট হয়ে তাদের বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবপূর্বক পুণঃতফশিল করতঃ ২০ অক্টোবর ২০১৬ সালে আরও ১১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করে। বাদী ২৯ জুন ২০২১ সাল পর্যন্ত সূদাসলে আরও ১১ লাখ ৫১ হাজার ৭২২ টাকা পরিশোধ করেন। অর্থাৎ বিবাদীগণ দেড় বছরের ব্যবধানে দুইধাপে মোট ২০ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা বিনিয়োগের বিপরীতে বাদী জুন ২০২১ সাল পর্যন্ত সূদাসলে ১৩ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা পরিশোধ করেন।
এমতাবস্থায় বিবাদীরা পরষ্পর যোগসাজসে জাল-জালিয়াতির মাধ্যমে, জামানত হিসাবে তাদের কাছে রক্ষিত চেকসমূহের ৭টি চেক দিয়ে গত ১২/০৮/২০২১ইং সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৬৮২/২১, গত ০৩/১১/২০২১ইং সিআর ৯৩৬/২১ ও গত ০৪/০৯/২০২২ইং সিআর ১২৭৮/২২, গত ২০/১১/২০২২ইং ঢাকার অর্থঋণ আদালত-১ এ ৯২৫/২২, গত ১০/১২/২০২৩ইং ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৪৮৫৫/২৩, গত ২২/০১/২০২৪ইং সিআর ৩১৭/২৪ ও গত ০৬/১১/২০২৩ইং বগুড়া সদর আমলী আদালতে সিআর ২২১৫/২৩নং মিলিয়ে ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৫৭৪ টাকার ৭টি মামলা দায়ের করে।
পরবর্তীতে ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিবাদী আব্দুর রহমান, কিবরিয়া কবির অভি ও মোঃ শরিফ বাদীর বাসায় এসে ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৫৭৪ টাকা দাবী করে। বাদী এর প্রতিবাদ করলে বিবাদীরা হুমকী দিয়ে বলে- ঢাকা, সিলেট ও বগুড়ার মামলায় হাজিরা দিতে গেলে সন্ত্রাসী দিয়ে বাদীকে হত্যা ও লাশ গুম করে ফেলবে। তাদের সাথে বাদী কখনও কিছু করতে পারবেনা। কারণ, তাদের পক্ষে সব আদালতে বিচারক আছে। আইডিএলসি যা চাইবে তা করতে পারবে। এছাড়াও, প্রত্যেক এলাকায় তাদেও বাহিনী আছে।যখন যা চাইবে তা করতে পারবে। এতেকরে বাদী একদিকে হত্যা ও লাশ গুমের শিকার হবার আতংকে, অপরদিকে বিবাদীদের দায়েরী ঢাকা, সিলেট ও বগুড়ার মামলায় প্রতিদ্বন্ধিতা করতে না পারলে অপুরণীয় ক্ষতির আশংকায় পতিত হয়েছেন।
উল্লেখ্য- বাংলাদেশ ব্যাংক বিগত ১৯/১১/২০১৫ইং ও ২৪/০২/২০২০ইং সার্কুলার করে ০৯% সূদে বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য প্রজ্ঞাপণ জারী করা সত্তেও, বাদী ১০% সূদ প্রস্তাবে রাজী হওয়ায় বিবাদীরা ১০% সূদে বিনিয়োগ করে। অথচ বিবাদীরা প্রতারণামূলকভাবে ২০/১০/২০১৬ইং এর সেনশন লেটারে ১২.২৫%, পরবর্তীতে ১৮/০৭/২০২১ইং এর স্টেটমেন্টে ১৬.৫০% এবং অপর স্টেটমেন্টে ১৩.৫০% সূদ উল্লেখ করে।
বাদী শিহাব উদ্দিন বিজ্ঞ আদালতে, উল্লিখিত কারণে বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীক্রমে হাজতাবদ্ধ রেখে সুবিচার প্রার্থনা করেছেন।