শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রংপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে সন্ত্রাসী কর্মকাণ্ড
রংপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে সন্ত্রাসী কর্মকাণ্ড
রংপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের সুসজ্জিত একটি সন্ত্রাসী বাহিনী রেস্টুরেন্ট ব্যবসা চলাকালীন অতর্কিতভাবে হামলা চালিয়েছে,এতে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতির বিচারের দাবি জানিয়ে, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন রেস্টুরেন্ট মালিক।
রংপুর মহানগরীর বাস টার্মিনাল এলাকায় গ্রিন ভ্যালি ক্যাফে নামে এক রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে,থানায় অভিযোগ সূত্রে জানা যায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ হয়ে রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরে ধারালো অস্ত্র লাঠি সোটা দিয়ে একদল সন্ত্রাসী ব্যাপক ভাংচুর ও নারকীয় তাণ্ডব চালায়,সেই মুহূর্তে গ্রিন ভ্যালি ক্যাফে রেস্টুরেন্টের ম্যানেজার হাসানুর রহমান ৯৯৯ ফোন দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা চান।কিন্তু চোখের পলকেই সব ভাঙচুর করে পালিয়ে যায় সন্ত্রাসী বাহিনী পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন কতোয়ালি থানায় অভিযোগ করেন রেস্টুরেন্টের ম্যানেজার হাসানুর। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার নবাগত অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান,অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
বিষয়: #রংপুর